I created all worlds at my will, without any higher being, and permeate and dwell within them.
The eternal and infinite consciousness is I, it is my greatness dwelling in everything.
– Devi Sukta, Rigveda 10.125.8
Aalor Benu will host the Durga Puja for the year 2024 on October 4th, 5th and 6th. All are cordially invited to prticipate in this auspicious event organized by a small group of probasi Bengali friends in New Jersey, The Puja is conducted in the style of a traditional family-oriented celebration featuring an initiamte setting.
Venue: 2 Farmhaven Avenue, Edison, NJ 08820
আলোর বেণু। আমাদের নাম। নতুন দীপের দিশারী এডিসনের রাজ্যে প্রবাসী আমরা। আর আমাদের মনের দীপ? সে জ্বলে উঠেছিল উৎসবের আগমনে, ঠিক যেমনটা হতো ফেলে আসা শরতের ভোরে আধোঘুম ভাঙ্গানো মহালয়ার গানে।
বিশ্বজোড়া অতিমারীর বছরে আমাদের যাত্রা হয়েছিল শুরু। নানা বাধা নিষেধ মেনে আমরা কতিপয় বন্ধু হাত মিলিয়ে করেছিলাম দুর্গাবন্দনার আয়োজন। ছোট্ট উদ্যোগ। কিন্তু সকলের আন্তরিক অংশগ্রহণে কটা দিন মনের ভুবন মেতে উঠেছিল উৎসবের সুরে।
আলোর বেণু এবারে চতুর্থ বছরে পা দিলো। হৃদয়ে সেই চিরকালীন অরুণ রাঙা চরণের পদধ্বনি। মা আসছেন। আকাশবীণার তারে তারে জেগে উঠছে তাঁর আগমনী। মায়ের বরণে তাঁর মুখের আবরণের সাথে সাথে বিশ্ববাসীর জরাকালীন মুখের ঢাকাও যেন উন্মোচিত হয় এই আমাদের একান্ত প্রার্থনা। প্রবাসে এই সার্বজনীন পারিবারিক পুজোয় রইলো সবার মধুর আমন্ত্রণ।
নীল আকাশের নীরব কথা শিশির ভেজা ব্যাকুলতা
গহন স্মৃতির মাদকতা শারদ রবির ভোরে।
প্রবাসভূমে মিলনগাথা সিঁদুর-রাঙা ঝরা পাতা
আলোর বেণুর আসন পাতা রইলো সবার তরে।